পাঁচজন রিসার্ভ ক্রিকেটার, যাদের আইপিএলের দ্বিতীয় ভাগে বেশি সুযোগ দেওয়া হইনি 1

মোহাম্মদ আজারুদ্দিন

পাঁচজন রিসার্ভ ক্রিকেটার, যাদের আইপিএলের দ্বিতীয় ভাগে বেশি সুযোগ দেওয়া হইনি 2

ভারতীয় ঘরোয়া t20 ক্রিকেটের এই মুহূর্তে বিধংসী ব্যাটসম্যানের তালিকায় সবার প্রথমে রয়েছেন মোহাম্মদ আজারুদ্দিন। সদ্যই তিনি মাত্র ৩৭বলে ঝোড়ো শতরান করে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন। তার এই পারফর্মেন্সের বিচারে আরসিবি দল তাকে এই বছর নিলামে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে। কিন্তু বিরাট কোহলি এখনো পর্যন্ত আজারুদ্দিনকে একটিও ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারেননি। তাই আইপিএল এর দ্বিতীয় ভাগে ডানহাতি এই ২৭বছর এই ব্যাটসম্যানের অবশ্যই একটি ম্যাচ সুযোগ পাওয়া উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *