পাঁচজন রিসার্ভ ক্রিকেটার, যাদের আইপিএলের দ্বিতীয় ভাগে বেশি সুযোগ দেওয়া হইনি 1

তাবরেজ শামসি

পাঁচজন রিসার্ভ ক্রিকেটার, যাদের আইপিএলের দ্বিতীয় ভাগে বেশি সুযোগ দেওয়া হইনি 2

বাঁহাতি চাইনামান বলার তাবরেজ শামসি তার স্পিন জাদু দিয়ে বিশ্ব ক্রিকেটকে মুগ্ধ করেছেন। সাউথ আফ্রিকা দলের হয়ে t20 ক্রিকেটে শামসি হলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির মালিক। শামসি আইপিএল এ রাজস্থান দলের হয়ে খেলে থাকেন, কিন্তু দুবাই এ আইপিএল এর দ্বিতীয় ভাগে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তার পারফর্মেন্সের বিচারে তাকে আরো বেশি ম্যাচ সুযোগ দেওয়া উচিত বলে মনে করা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *