৫) ক্রিকেট ছাপিয়ে আবেগ-

ভারত এবং পাকিস্তানে (IND vs PAK) ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা রয়েছে। প্রতিটি তারকা ক্রিকেটারদের দুই দেশের ক্রিকেট ভক্তরা সিনেমার নায়কদের মতো দেখেন। ক্রিকেট ছাপিয়ে দুই দেশের সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছে এই খেলা। ফলে যখন এই দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হয় ২২ গজের আবেগ হার-জিতকে ছাপিয়ে অনেকটাই বৃদ্ধি পায়। ভারতের কাছে পাকিস্তান হেরে গেলে অনেক সময় দেখতে পাওয়া যায় প্রতিবেশী দেশের ক্রিকেট ভক্তরা টিভি ভেঙ্গে ফেলছেন। ভারতীয় ক্রিকেট ভক্তদেরও চোখের জল ক্রিকেটের গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে ক্রিকেট মঞ্চে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ আবেগের আর একটি নাম।