৪) তারকাদের সেরা পারফর্মেন্স-

এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল থেকে অসংখ্য তারকা ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে কিংবদন্তি হয়ে উঠেছেন। ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচে তাদের এক অনন্য রূপে দেখা যায়। এই ম্যাচগুলোতে দুরন্ত পারফর্মেন্স করে নায়ক হয়ে ওঠেন অনেকেই। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি (Virat Kohli) পাক বাহিনীদের বিরুদ্ধে একটি দুর্দান্ত শতরান হাঁকিয়ে মুগ্ধ করেছেন। এখনও পর্যন্ত তিনি বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে মোট ৪ টি শতরান করেছেন। পাকিস্তানের বিপক্ষে ২৫ ম্যাচে ১,১৫০ রান রয়েছে বিরাটের। অন্যদিকে শচীন তেন্ডুলকারেরও (Sachin Tendulkar) পাকিস্তানের বিপক্ষে অনন্য রেকর্ড রয়েছে। তিনি এই দলের বিপক্ষে পাঁচটি শতরান করেছেন। পাক বাহিনীদের বিরুদ্ধে ৬৯ ম্যাচে সংগ্রহ করেছেন ২,৫২৬ রান।