TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের 'এল ক্লাসিকো' !! 1

৩) প্রতিটি ম্যাচে উচ্চচাপের পরিবেশ-

TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের 'এল ক্লাসিকো' !! 2
IND vs PAK | Images: Getty Images

ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচে সব সময় ক্রিকেটাররা চোখে চোখ রেখে লড়াই করেন। এর ফলে একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই দুই দল পৌঁছেছিল। এই ম্যাচে ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত পৌঁছায় পাক বাহিনী। তবে শেষ পর্যন্ত ভারত ৫ রানে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বিশ্বকাপ জয় করে। এক‌ইভাবে একাধিক ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ শেষ বলে ফলাফল নির্ধারণ হয়েছে। ১৯৮৬ সালে এশিয়া কাপে (Asia Cup) ‌এই দুই চির প্রতিদ্বন্দ্বীর একটি হাইভোল্টেজ ম্যাচে জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad) শেষ বলে ছয় মেরে পাক বাহিনীদের ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। এই ম্যাচ এখনও ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *