TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের 'এল ক্লাসিকো' !! 1

স্প্যানিশ শব্দ ‘এল ক্লাসিকো’র মানে হলো ক্ল্যাসিক ম্যাচ। মূলত ফুটবলে স্পেনের দুই শীর্ষস্থানীয় ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হাইভোল্টেজ মহারণকে ‘এল ক্লাসিকো’ বলে। ঠিক একইভাবে ক্রিকেটে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচকে ‘এল ক্লাসিকো’ বলে উল্লেখ করা হয়। জটিলতা কাটিয়ে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নামতে চলেছে এই দুই দল। এই চির প্রতিদ্বন্দ্বী দুই দলকে আবারও মাঠে দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন দর্শকরা। উল্লেখ্য বিশেষ কিছু কারণে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচকে ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলা হয়। গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ নিয়ে এখানে আলোচনা করা হলো।

Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!

১) দুই দেশের মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা-

TOP 5: এই ৫ কারণেই ভারত বনাম পাকিস্তানের মহারণকে বলা হয় ক্রিকেটের 'এল ক্লাসিকো' !! 2
IND vs PAK | Images: Getty Images

দেশভাগের পর ভারত এবং পাকিস্তান দীর্ঘদিন থেকে ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এই দুই দেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ১৯৫২ সালে খেলা হয়েছিল। তবে ২০০৭ সালের পর রাজনৈতিক উত্তেজনার কারণে আর কোনো দ্বিপাক্ষিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেট মাঠের উত্তাপকে আরও বৃদ্ধি করে। দেশভাগের পর থেকে কাশ্মীরকে নিয়ে একাধিকবার ভারত এবং পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়েছে। ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে পরিস্থিতি চরমে পৌঁছেছিল। সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সরাসরি যোগ থাকায় আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই কারণে তারা যখন ক্রিকেট মাঠে একে অপরের মুখোমুখি হয় রাজনৈতিক ঐতিহাসিক লড়াই খেলার সঙ্গে মিশে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *