TOP 5: ৫ টি কারণ যার জন্য হার্দিক পান্ডিয়াকে ভরসা করতে পারেন না গৌতম গম্ভীর ও বিসিসিআই !! 1

আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য মঙ্গলবার বিসিসিআই (BCCI) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নেতৃত্ব দিতে দেখা যাবে। সহ অধিনায়ক হিসেবে দলে এসেছেন শুভমান গিল‌ (Shubman Gill)। সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান। তবে ভারতীয় দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন যারা অধিনায়ক এবং সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারতেন। তাদের মধ্যে অন্যতম হলেন হার্দিক পান্ডিয়া‌ (Hardik Pandya)। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দলের অন্যতম ভরসার জায়গা হতে পারতেন তিনি। কিন্তু তার ওপর গৌতম গম্ভীর এবং বিসিসিআই (BCCI) সেইভাবে ভরসা করতে পারে না। এর ৫ টি কারণ নিয়ে এখানে আলোচনা করা হলো।

Read More: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!

১) চোট সমস্যা-

Hardik Pandya, এশিয়া কাপ
Hardik Pandya | Image: Getty Images

ভারতের অন্যতম সফল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। তিনি একাধিকবার গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য দলের বাইরে চলে গিয়েছিলেন। ২০১৮ সালের এশিয়া কাপের সময় পিঠে চোট পাওয়ার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যান। এই চোটের কারণে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) এই তারকা অলরাউন্ডারকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দেখা গিয়েছিল। তিনি বোলিং করেননি। এরপর ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2023) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশের বিপক্ষে গোড়ালির লিগামেন্টে চোট পান। যার ফলে বাকি বিশ্বকাপ থেকে তিনি ছিটকে গিয়েছিলেন। এই কারণে হার্দিকের ওপর বিসিসিআই এবং গৌতম গম্ভীর খুব একটা ভরসা করতে পারেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *