অ্যান্ডি ফ্লাওয়ার-

জিম্বাবুয়ের শ্রেষ্ঠতম ক্রিকেটার নিঃসন্দেহে অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। শেভ্রনদের হয়ে ৬৩টি টেস্ট খেলেছেন তিনি। ৫১.৫৪ গড়ে করেছেন ৪৭৯৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে রান সংখ্যা ১৬ হাজারেরও বেশী। ২১৩ টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৬৭৮৬ রান। লিস্ট-এ ক্রিকেটে ১২ হাজারের বেশী রান করেছেন তিনি। কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন বিশ্বের নানা প্রান্তে। ফ্লাওয়ারের গালে একটা সময় থাবা বসিয়েছিলো স্কিন ক্যান্সার। কিন্তু প্রাথমিক স্তরে ধরা পড়ায় চিকিৎসার সাহায্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে একাধিক কর্মসূচিতে অংশ নেন জিম্বাবুয়ের কিংবদন্তি।