five-players-who-have-battled-cancer

মার্টিন ক্রো-

Marin Crowe | Image: Twitter
Marin Crowe | Image: Twitter

নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় থাকবেন মার্টিন ক্রো (Martin Crowe)। ৭৭টি টেস্টে প্রায় ৪৬ গড়ে তিনি করেছেন ৫৪৪৪ রান। ১৪৩টি একদিনের ম্যাচে ক্রো’র সংগ্রহ ৪৭০৪ রান। গড় ৩৮.৫৫। আইসিসি’র ‘হল অফ ফেম’-এ জায়গা করে নিয়েছেন প্রাক্তন কিউই অধিনায়ক। ২০১২ সালে প্রথমবার লিম্ফোমার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। চিকিৎসার পর দেখা গিয়েছিলো সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও। কিন্তু ২০১৪ সালে তাঁর শরীরে ফিরে আসে মারণরোগ। চেষ্টা করেছিলেন ক্যান্সারকে হারিয়ে সুস্থ জীবনে ফিরতে। কিন্তু তা আর সম্ভব হয় নি তাঁর পক্ষে। ২০১৬ সালের ৩ মার্চ মাত্র ৫৩ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানান কিউই কিংবদন্তি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *