five-players-who-have-battled-cancer

জিওফ্রে বয়কট-

Sir Geoffrey Boycott | Image: Getty Images
Sir Geoffrey Boycott | Image: Getty Images

ক্রিকেটার ও ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘসময় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন ইংল্যান্ডের জিওফ্রে বয়কট (Sir Geoffrey Boycott)। ১০৮ টি টেস্টে ৪৭.৭২ গড়ে তিনি করেছেন ৮১১৪ রান। খেলেছেন ৩৬টি ওয়ান ডে ম্যাচ’ও। ৩৬.০৬ গড়ে সংগ্রহে ১০৮২ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ আখ্যাটিও তাঁরই দেওয়া। নয়া শতকের শুরুর দিকে বয়কটের শরীরেও থাবা বসিয়েছিলো ক্যান্সার। তাঁর গলায় ছড়িয়ে পড়েছিলো মারণরোগ। খেলোয়াড় জীবনে অদম্য মনোভাবের জন্য সুপরিচিত ছিলেন বয়কট। কর্কটরোগের বিরুদ্ধেও ভরসা রাখেন সেই রক্ষণেই। ৩০টি’র বেশী রেডিওথেরাপি সেশন চলে তাঁর। শেষমেশ ক্যান্সারকে হারাতে সক্ষম হন ইংল্যান্ড কিংবদন্তি। ৮৪ বছর বয়সেও ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত দেখা যায় তাঁকে। লেখেন প্রতিবেদনও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *