রিচি বেনো-

অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা লেগস্পিনার রিচি বেনো (Richie Benaud)। ব্যাগি গ্রিন মাথায় চাপিয়ে ৬৩টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৩৪৮ উইকেট। দীর্ঘসময় সামলেছেন ক্যাঙারু বাহিনীর নেতৃত্ব’ও। ক্রিকেট কেরিয়ার শেষে ধারাভাষ্যকার হিসেবেও সুখ্যাতি অর্জন করেছিলেন বেনো। জীবন সায়াহ্নে এসে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনিও। সূর্যের অতিবেগুনি রশ্মি যে ত্বকের ক্যান্সারের অন্যতম কারণ সে বিষয়ে যুবসমাজকে সতর্ক করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজি কিংবদন্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর।