TOP 5: ত্বকের ক্যান্সারে ভুগছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke)। নাকে অস্ত্রোপচার অবধি করাতে হয়েছে বিশ্বজয়ী তারকাকে। হাসপাতালের বিছানা থেকেই ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, “স্কিন ক্যান্সার সত্যি। বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আমার নাক থেকে আরও একটুখানি কেটে বাদ দেওয়া হলো। নিরাময়ের থেকে সতর্কতাই সুবিধাজনক কিন্তু আমার মতে নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা এবং শুরুতেই ধরা পড়াটাই আসল।” ক্যান্সার বেশীদূর ছড়িয়ে পড়ার আগেই ধরা পড়ায় কৃতজ্ঞ ক্লার্ক। তাঁর চিকিৎসক ও অস্ট্রেলিয়ার স্কিন ক্যান্সার ফাউন্ডেশনকে ট্যাগ করে ধন্যবাদজ্ঞাপনও করেছেন অজিং কিংবদন্তি। ক্লার্কই প্রথম নয় এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটতারকার শরীরে থাবা বসিয়েছে ভয়ঙ্কর কর্কটরোগ। তাঁদের মধ্যে পাঁচ জনের কথা রইলো এই প্রতিবেদনে।
Read More: মাঝপথেই সরতে চলেছেন গৌতম গম্ভীর, প্রধান কোচের দায়িত্ব আসছেন সৌরভ গাঙ্গুলী !!
যুবরাজ সিং-

ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-২০ খেলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তিন ফর্ম্যাট মিলিয়ে করেছেন ১১০০০-এর বেশী রান। নিয়েছেন ১৪৮টি উইকেটও। পঞ্চাশ ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। যুবরাজের ফুসফুসে একটা সময় বাসা বেঁধেছিলো ক্যান্সার। শরীরে মারণরোগ নিয়েই ২০১১’র বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। অসুস্থতাকে উপেক্ষা করে নিজেকে নিঙড়ে দিয়েছিলেন বাইশ গজে। সেবার ভারতের ট্রফিজয়ে বড় অবদান ছিলো যুবরাজের। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা করান তিনি। নিতে হয়েছিলো কেমোথেরাপি। যুবরাজের জেদের কাছে শেষমেশ হার মাঠে কর্কট রোগ’ও। মাঠে ফেরেন তারকা অলরাউন্ডার।