৫) হর্ষিত রানা-

কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে পরিচয় তৈরি করেছেন হর্ষিত রানা (Harshit Rana)। বর্তমানে ২৩ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা পাকা করে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৪ টি উইকেট। এরপর আইপিএলের মঞ্চেও নিজের পেস বোলিংয়ের দাপট দেখান হর্ষিত। কলকাতার হয়ে শেষ মরসুমে ১৩ ম্যাচে ১৫ উইকেট সংগ্রহ করেন। ফলে আসন্ন এশিয়া কাপেও (Asia Cup 2025) ভারতীয় দলের জায়গা পেয়েছেন এই তারকা পেসার। আগামী বছরে জাতীয় দলের হয়ে বল হাতে তান্ডব চালাতে পারেন বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন।