বিসিসিআই (BCCI) এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্য রেখে স্কোয়াড প্রকাশ করেছে। এই গুরুত্বপূর্ণ দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়কের দায়িত্বে আছেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে একাধিক তরুণ ক্রিকেটারদের ওপর বিশেষজ্ঞদের বিশেষ নজর রয়েছে নির্বাচকদের।
২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) এবং এর সঙ্গেই শুরু হয়ে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্র। এই দুই ফরম্যাটেও অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার জায়গা করে নিয়ে দুরন্ত পারফর্মেন্স করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখানে পাঁচ জন এমন তরুণ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো যারা আগামী বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারেন।
১) যশস্বী জয়সওয়াল-

২৩ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। বিশেষ করে ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে গেড়েছেন একাধিক রেকর্ড। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। তিনি সিরিজে ৫ ম্যাচে সংগ্রহ করেন ৪১১ রান। টেস্টে ডবল সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে আইপিএলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন এই তারকা। রাজস্থান রয়্যালসের (RR) হয়ে ১৪ ম্যাচে সংগ্রহ করেন ৫৫৯ রান। ফরে যেকোনো ফরম্যাটেই যশস্বী জ্বলে উঠে দলের ভরসা হতে পারেন। এই কারণে আগামী বছর এই প্রতিভাবান ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় থাকবেন বলে মনে করা হচ্ছে।