পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 1
১. দীনেশ কার্তিকপাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 2

ধারাবাহিকতার অভাবে আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি দীনেশ কার্তিক ‘এর। তারই সমসাময়িক ছিলেন মহেন্দ্র সিং ধোনি ।অথচ তাকে দেখুন একেবারে মুদ্রার এপিঠ-ওপিঠ‌। এক সময় দীনেশের জাতীয় দলের এই সতীর্থ ভারতকে এনে দেয় বিশ্বজয়ের খেতাব।অনেকেই আবার ধোনির উথান্নের জন্যে কার্তিকের কেরিয়ারের এমন পরিনতি হয়েছে বলে মনে করেন।

২০০২ – ২০০৩ ক্রিকেট মরশুমে ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর অনুর্ধ- ১৯ দলের হয়ে কার্তিকের একের পর এক শতরান চোখ ধাধায় নির্বাচকদের।মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।

ধোনির যখন দলে সুযোগ হয় একজন উইকেট কিপার হিসেবে ঠিক তখন কার্তিক ছিলেন একজন শুধুমাত্র ব‍্যাটসম‍্যান।

কেরিয়ারের একাধিক চড়াই – উৎরাই পেরিয়ে ইতিমধ্যে সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন দিনেশ।অনেকেই মনে করেন তার যতোটা সুযোগ পাওয়া উচিত ছিল, তিনি ততটা পাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *