২. ওয়াসিম জাফর
অনেকেই মনে করেন ওয়াসিম জাফর কে ভারতীয় জাতীয় দলে যতটা সুযোগ দেওয়া উচিত ছিল তিনি ততটা পাননি ।যদিও ঘরোয়া ক্রিকেটে একজন জীবন্ত কিংবদন্তী হিসেবে ধরা হয়ে থাকে তাকে। শুধু তাই নয় ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক তিনি ।যদিও সুযোগ পেয়ে তা কাজে না লাগানোর জন্য জাতীয় দল থেকে বঞ্চিত হতে হয়েছে তাকে এমনটাও আবার অনেক মনে করে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ওয়াসিম ।২৬০ টি প্রথম শ্রেণীর ম্যাচে তিনি করেছেন ১৯৪১০ রান।গড় – ৫০.৬৭।রয়েছে ৫৭ টি শতরানের ইনিংস।তার সর্বোচ্চ স্কোর ৩১৪*।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্সের পরেও তার সুযোগ হয়নি জাতীয় দলে।তার অন্যতম কারণ সেই সময় দুরন্ত ফর্মে ছিলেন গৌতম গম্ভীর।