পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 1
৪. এস . বদ্রীনাথপাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 2

গতবছর আগস্ট মাসে সব রকমের ক্রিকেট থেকে অবসর নেন বদ্রিনাথ ।তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রবাহিত হয়েছে খুব ছোট সময়ের জন্য ।ভারতীয় ক্রিকেট দলে যখন সৌরভ -রাহুল -লক্ষণ জামানা তিনি সেই সময় দলে পেয়েছিলেন সুযোগ।

তামিলনাড়ুর এই ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ছিল চমকপ্রদক ২০০২-২০০৩, ২০০৩-২০০৪ এবং ২০১২ – ১৩ রঞ্জি ট্রফির ফাইনালে ওঠা তামিলনাড়ু দলের সদস্য ছিলেন তিনি।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে সচিন তেন্ডুলকর চোট পেলে তার বদলি হিসেবে দলে ঢোকেন বদ্রিনাথ। সেবার একাধিক ম‍্যাচে দারুণ পারফর্মেন্স এরপরও জাতীয় দলে তখনও তার ভবিষ্যৎ কখনো নিশ্চিত হয়ে ওঠেনি।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১১ সালে দুরন্ত ফর্মে পাওয়া গেছিল তাকে।সেইবার ১৩ ইনিংসে তিনি করেছিলেন মোট ৩৯৬ রান,আছে পাঁচটি অর্ধশতরানের ইনিংস।২০১০ এবং ২০১১ সালের আইপিএল জয়ী চেন্নাই দলের সদস্য ছিলেন তিনি।

পরবর্তী সময় নির্বাচকরা তাকে সীমিত ওভারের ক্রিকেটে বলে সুযোগ দিতে থাকেন টেস্ট দলে, যদিও সেখানে খুব বিশেষ কিছু একটা করে উঠতে পারেননি বদ্রী।প্রথম একাদশে সুযোগ পেতেন কম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *