পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 1

যেকোনো ক্ষেত্রেই হোক না কেন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সর্ব্বত্র। এখানে তুমি তোমার বিপরীত দিকে থাকা প্রতিদ্বন্দ্বী কে টেক্কা দেওয়ার চেষ্টা চেষ্টা চালাচ্ছো সব সময় ,খুঁজে বের করার চেষ্টা চলছে নিজের প্রতিদ্বন্দ্বীর দুর্বল দিক এবং সেখানে তাকে মাত দিয়ে তাকে টপকে যাওয়ার চেষ্টা । একই জিনিস লক্ষ্য করা যায় ক্রিকেটের ক্ষেত্রে ।পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি 2

এখানে এখানে সকলে সকলের প্রতিদ্বন্দ্বী‌ সবার লক্ষ্য একটাই জাতীয় দলের জার্সি পড়া। আবার শুধুমাত্র সুযোগ পেলেও হলো না, ধারাবাহিকভাবে পারফরম্যান্স না করলে থাকে দল থেকে ছিটকে যাওয়ার ভ্রুকটি ।

গোটা বিশ্বে ক্রিকেটে রয়েছে এমন উদাহরণ যেখানে আমরা দেখেছি একাধিক ক্রিকেটারকে ধূমকেতুর নয় জাতীয় দলে অভিষেক, কিন্তু এরপর হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় তারা অথবা অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার কিন্তু ধারাবাহিকতার অভাবে নিজের প্রতি সুবিচার করতে পারিনি কখনো। আজ এমনই ৫ ভারতীয় ক্রিকেটার সম্পর্কে আলোচনা রইল এখানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *