৫ জন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার যারা রোহিত শর্মাকে দেখতে চান ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে 1
১. সৌরভ গঙ্গোপাধ্যায়
৫ জন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার যারা রোহিত শর্মাকে দেখতে চান ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে 2
SOUTHAMPTON, ENGLAND – JUNE 05: Rohit Sharma of India celebrates his century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between South Africa and India at The Hampshire Bowl on June 05, 2019 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)

প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেএকাধিক সময় দেখা গেছে রোহিত শর্মা কে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করতে‌। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়’এর পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার নেই ।প্রেসিডেন্ট হওয়ার আগে তাকে একাধিকবার দেখা গেছে ” অধিনায়ক” রোহিতের হয়ে সুর তুলতে।

এই মুহূর্তে দাদা যে পদে আছেন সেখান থেকে কোহলি এবং রোহিতের মধ‍্যে থেকে কোন একজনকে বেছে নেওয়া তার পক্ষে খুব কঠিন একটি বিষয়। কিন্তু এর আগে তিনি একাধিকবার তাকে রোহিতের প্রতিভার প্রশংসা করতে। জানিয়েছিলেন যে তিনি রোহিত শর্মার ব্যাটিং এর ভক্ত।

এখনো এ বিষয়ে কোনো সরাসরি সিদ্ধান্ত না আসলেও এটুকু বোঝা যাচ্ছে আগামী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অবধি ভারতীয় ক্রিকেট দলের সবরকম ফরম্যাটেই অধিনায়ক থাকছেন বিরাট কোহলি।যদিও অধিনায়কত্বের মেয়াদ দীর্ঘীয়করণ’ হওয়ার বিষয়টি নির্ভর করছে ভারতের কুড়ি – বিশ্বকাপের পারফরমেন্সের উপর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *