পাঁচ ভারতীয় ক্রিকেটার যারা দেশের একই ম‍্যাচে ব‍্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রে ওপেন করেছে 1
১. কপিল দেবপাঁচ ভারতীয় ক্রিকেটার যারা দেশের একই ম‍্যাচে ব‍্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রে ওপেন করেছে 2

কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের স্বাদ পায় ভারত। ভারতীয় ক্রিকেট জগতের একজন অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত করা হয়ে থাকে তাকে।খেলার প্রতি তার নিবেদন ছিলো এক অন‍্য মার্গের।তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট এক অন্য উচ্চতায় পৌছায়।

” হরিয়ানা হারিকেন ” নামে পরিচিত কপিল দেব বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নানান স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেট দর্শকদের।

জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ওপেনিং করতে দেখা যায় কপিলকে ।যদিও সেদিন ব‍্যাট হাতে বিশেষ কিছু করে উঠতে পারেননি তিনি ।পরবর্তী সময় বোলিংয়ে ওপেনিং করতে এসে জ্বলে ওঠেন কপিল, মাত্র ছয় রানের বিনিময়ে নেন চার উইকেট।বৃষ্টিবিঘ্নিত ম‍্যাচে ভারত জয় পায় ৫৫ রানে। দেশের হয় সেই প্রথম এবং একমাত্র বার কপিলকে দেখা যায় বোলিং এবং ব্যাটিংয়ে ওপেনিং করতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *