২. বীরেন্দ্র শেহওয়াগ
ভারতের অন্যতম তারকা ক্রিকেটার তিনি। নিজের ক্রিকেট জীবনে বিভিন্ন দেশের প্রথম সারির বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ব্যাটিং এর মধ্য দিয়ে। দেশের হয়ে খেলেছেন ২৫১ টি ওয়ানডে এবং ১০৪ টি টেস্ট ম্যাচ।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই সহ অধিনায়ক ওয়ানডে ক্রিকেটে করেছেন ৮,২৭৩ রান,টেস্টে করেছেন ৮,৮৫৬ রান।অলরাউন্ডার না বলা গেলেও বোলিংটা মন্দ করতেন না বিরু।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে বিরুকে বলা হয়েছিল বোলিং ওপেনিং করতে।যদিও সেইদিন এ্যডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেনের বিরুদ্ধে বিশেষ কোনও প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেনি। এমনকি সেই ম্যাচে ওপেনিং করতে নেমেও বিশেষ কিছু করে উঠতে পারিনি সে ফিরতে হয় শূন্য রানে।৭৭ রানে সেই ম্যাচে পরাজিত হয় ভারত। এই একটি মাত্র ম্যাচ যেখানে বিরুকে দেখা গেছিল দেশের হয়ে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রে ওপেনিং করতে।