৪. মনোজ প্রভাকর
ডানহাতি মিডিয়াম পেসার মনোজ প্রভাকর ভারতবর্ষে খেলেছেন ৩৯ টি টেস্ট এবং ১৩০ টি ওয়ানডে ম্যাচ। দলে থাকে একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেলেও পরবর্তী সময়ে ওপেন করেছিলেন তিনি। স্লো ডেলিভারি এবং আউটসুইং এর বিরুদ্ধে দারুন প্রতিরোধ গড়তে পারতেন এই ভারতীয় ক্রিকেটার।
প্রভাকর এর ব্যাটিং ধরন ছিল রক্ষণাত্মক। যদিও একাধিক ম্যাচে ব্যাটিং এর মধ্যে দিয়ে দেশকে নির্ভরতা দিয়েছিলেন তিনি। ১৩০ টি ওয়ানডে খেলে তিনি করেছেন ১১ টি অর্ধশতরান।আছে ১৫৭ টি চার ।সর্বোচ্চ ১০৬।
দেশের হয়ে ৪৫ টি ওয়ানডে এবং ২০ টি টেস্টে ওপেনিং করেছেন প্রভাকর।যা আর কোনও ক্রিকেটারের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না।যদিও পরবর্তী সময়ে ম্যাচ – ফিক্সিং’এর দায়ে জড়িয়ে নিজের ক্রিকেট কেরিয়ার কলঙ্কিত করেছিলেন এই ক্রিকেটার।