জনি ব্রেস্টও
ডানহাতি ইংলিশ (England) বিধ্বংসী ব্যাটসম্যান জনি ব্রেস্টও (Jonny Bairstow) তার পাওয়ার হিটিং ব্যাটিংয়ের জন্য বিশ্ব বিখ্যাত। ব্রেস্টও একজন অসাধারণ ব্যাটসম্যানের পাশাপাশি একজন সফল উইকেটকিপার। এই তারকা ক্রিকেটারকে আগামী বছর সানরাইজার্স হায়দ্রাবাদ (Sanraisers Haydrabad) দল তাদের দলে ধরে না রেখে নিলামে তুলেছে তাই এখন দেখা যাক কত টাকার বিনিময়ে তিনি অন্য দলে যোগদান করে থাকেন।