সাইক রাশিদ
ডানহাতি যুব ভারতীয় ব্যাটসম্যান সাইক রাশিদ বরাবর অসাধারণ এবং পরিনিত ইনিংসের জন্য বরাবর বিখ্যাত। চলতি অনূর্ধ-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের এই সহ-অধিনায়ক সেমিফাইনালে মাত্র অল্প রানের জন্য নিজের শতরান করতে পারেননি। তাই মনে করা যাচ্ছে এই আইপিএল নিলামে বিধংসী এই ব্যাটসম্যানকে দলে নিতে আইপিএল দলগুলি বেশ ভালো দর হাঁকাতে চলেছে বলে মনে করা যাচ্ছে।