বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ ক্রিকেট লীগগুলির মধ্যে অন্যতম এবং প্রধান লীগ হলো আইপিএল (IPL)। আইপিএল যেমন জনপ্রিয় ঠিক তেমনি ধনী ক্রিকেট লীগ হিসাবেও পরিচিত। আইপিএল এর জনপ্রিয় সারা বিশ্ব এতটাই যে বিশ্বের প্রায় প্রতিটি কোন থেকে ক্রিকেটাররা এই প্রতিযোগিতাতে অংশগ্রহন করার জন্য মুখিয়ে থাকে। ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে ক্রিকেট ফ্যানরাও এই রোমাঞ্চকর প্রতিযোগিতার প্রতি ক্রমশ আকর্ষিত হয়ে চলেছে।
টি-২০ ফরম্যাট মানেই ব্যাটসম্যানদের স্বর্ণভূমি যেখানে একজন বোলার সর্বদা চিন্তিত থাকে কিভাবে তারা অসাধারণ বোলিং করে ব্যাটসম্যানদের রান করা থেকে আটকে রাখতে পারে। প্রত্যেকটি দলে ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকা অপরিসীম কারণ একাধারে যেমন তাদের শুরু থেকেই বড়ো শট খেলতে হয় ঠিক তেমনি অপরদিকে তাদের উইকেট বাঁচিয়ে রেখে দলের প্রয়োজনে বড়ো রান তুলতে হয় যাতে করে দল বড়ো রানের লক্ষ্যমাত্রা খাড়া করতে সক্ষম হয়। আইপিএল এ আগামী মরসুমের জন্য মেগা নিলামে প্রত্যেকটি দল বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিলামে ছেড়ে দিয়েছে,তাই আমরা এখানে আজ এমন ৫জন তারকা ওপেনার ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করবো যাদের কে পরবর্তী নিলামে নিজেদের দলে নেবার জন্য আইপিএল দলগুলি টাকার বৃষ্টি করতে পারে বলে মনে করা যাচ্ছে।
শিখর ধবন
ভারতীয় দলের নির্ভরযোগ্য বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান যিনি পাওয়ার হিটিং ব্যাটিংয়ের জন্য বিশ্ব বিখ্যাত। ধবন বিগত কয়েকটি মরসুম ধরে আইপিএল এ অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন। এই বছর আইপিএল এ তিনি দিল্লী ক্যাপিটালসের হয়ে অসাধারণ ব্যাটিং করে ক্রিকেট ফ্যানদের মন জয় করে নিয়েছেন। তার এই অসাধারণ পারফর্মেন্সের পরেও দিল্লী ক্যাপিটালস তাকে আগামী মরসুমের জন্য তাকে দলে রাখেনি তাই পরের মরসুমে তাকে নেবার জন্য বাকি আইপিএল দলগুলি বেশ মোটা টাকা খরচ করতে চলেছে।