প্রতিটি ক্রিকেটার তাদের কেরিয়ার শুরু করে অনেক স্বপ্ন নিয়ে যাতে তারা একদিন নিজেদের হয়ে অসাধারণ পারফর্মেন্স করে সমগ্র ক্রিকেট বিশ্বকে অবাক করে দিতে পারে। কিন্তু ক্রিকেট ইতিহাসে আমরা এমন অনেক ক্রিকেটারদের দেখেছি যাদের চোটের কারণে ক্রিকেট কেরিয়ার খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে আবার কোনো কোনো ক্রিকেটার ক্রিকেট ছেড়ে অন্য কোনো পেশাকে নিজেদের কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেট হলো এমন একটি ফরমেট যা ক্রিকেট কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। প্রতিটা ক্রিকেটার চায় তারা দেশের জার্সি গায়ে চাপিয়ে টেস্ট ক্রিকেটের মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করবে কারণ টেস্ট ক্রিকেট হলো এমন একটি ফরম্যাট যেখানে ক্রিকেটারদের পারফর্মেন্সের পাশাপাশি নিজেদের ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়ে চলতে হয়। টেস্ট ক্রিকেটের চাহিদা ক্রমশ কমে যাওয়াতে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি WTC নামক এক প্রতিযোগিতার শুরু করেছে যাতে করে বিশ্বের প্রতিটি টেস্ট খেলিয়ে দলগুলি টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে আলোচনা করবো যারা দেশের হয়ে মাত্র ১টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
টি নটরাজন
তরুণ ভারতীয় ফাস্ট বোলার তিনি তার অসাধারণ আইপিএল ফর্ম এবং ভারতীয় দলের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন। বাঁহাতি এই পেস বোলার গতবছর অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসাবে যুক্ত থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ তিনি পান এবং তার অভিষেক টেস্টে তিনি ৩টি উইকেট নেবার পরেও ভারতীয় দলের হয়ে এখনো অব্ধি আর একটিও টেস্ট ম্যাচে তার জায়গা হয়নি।