মিচেল মার্শ
অস্ট্রেলিয়ান (Austrelian) বিধ্বংসী মিডল অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান মিচেল মার্শ (Mitchel Marsh) এই বছর আইপিএল এ সেই ভাবে পারফর্মেন্স করে দেখাতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunraisers Haydrabad) দলের এই তারকা অলরাউন্ডার এই বছর t20 বিশ্বকাপে তার অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স করে দেখিয়েছেন। যেহেতু হায়দ্রাবাদ দল আগামী নিলামে ছেড়ে দিয়েছে তাই বাকি আইপিএল দলগুলি তাকে পাবার জন্য বেশ মোটা টাকা খরচ করতে পারে।