মঈন আলী
ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এই বছর আইপিএল এ তার অসাধারন পারফর্মেন্স করে দেখিয়েছেন এবং চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হবার পিছনে তার অবদান ছিল অনেকটাই। মঈন আলী তার এই অসাধারণ ফর্ম t20 বিশ্বকাপেও করে দেখিয়েছেন। t20 বিশ্বকাপ সেমিফাইনালে তিনি এক হাতেই নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে লড়েছিলেন। এই বছর t20 বিশ্বকাপে মঈন আলী ৬টি ম্যাচ খেলে ৭টি উইকেট নেবার পাশাপাশি ব্যাট হাতে ৯২রানে করেছিলেন।