সাকিব উল হাসান
বাংলাদেশী ক্রিকেটার সাকিব উল হাসান তার অলরাউন্ড পারফর্মেন্সের জন্য সারা দুনিয়া বিখ্যাত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বেশ কিছু জনপ্রিয় t20 ক্রিকেট লীগ ক্রিকেটেও অংশগ্রহন করে থাকেন। সাকিব এই বছর বাংলাদেশের হয়ে অসাধারণ পারফর্মেন্স করেছেন এবং তার পারফর্মেন্সের এর জন্যই বাংলাদেশ দল সুপার ১২ স্টেজ অবধি পৌঁছাতে পেরেছিলো। বাঁহাতি এই অলরাউন্ডার এই বছর t20 বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে ১৩১ রান করেছিলেন। পরবর্তীতে চোটের কারণে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান।