জনি বেস্টও
ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি ব্রেস্টও সানরাইজার্স হায়দ্রাবাদ দলের নির্ভরযোগ্য ওপেনার ব্যাটসম্যান হিসাবে পরিচিত। ডানহাতি এই ব্যাটসম্যান যেমন ইনিংস তৈরি করতে সক্ষম ঠিক তেমনি বোরো রান বানাতেও। এই বছর তাকে হায়দ্রাবাদ দল মিলামে ছেড়ে দেওয়াতে অনেক দল তাকে আকাশ ছোঁয়া দামে নিজেদের দলে নিতে প্রস্তুত।