জাওয়াদ দাউদ
জাওয়াদ দাউদ ২০০৯ সালে কানাডা দলের হয়ে অভিষেক করেন কিন্তু অভিষেক ম্যাচে তার ব্যাট করার সুযোগ আসেনি। পরবর্তীতে ২০১০ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ নম্বরে তিনি ব্যাট করতে নামেন এবং আফগানিস্তান বোলার সামিউল্লাহ সিনোয়ারির প্রথম বলেই ছয় মেরে তিনি তিনি তার অভিষেক রানের খাতা খোলেন। দাউদ সেই ম্যাচে কানাডা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিলেন কিন্তু তার পরে দাউদ আর কোনো একদিবসীয় ম্যাচ খেলেননি।