রবিচন্দ্রন অশ্বিন
বর্তমান বিশ্ব ক্রিকেটের সফল অফ স্পিনারদের অন্যতম একটি নাম হলো রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই ভারতীয় স্পিনার তথা অলরাউন্ডার অশ্বিন বিগত কয়েকটি মরসুম দিল্লী ক্যাপিটালস দলের হয়ে পারফফর্মেন্স করেছেন কিন্তু দিল্লী দল রকে আগামী মিলামে ছেড়ে দিয়েছে। তাই আশা করা যাচ্ছে অশ্বিন আবার তার পুরোনো দল চেন্নাই সুপার কিংসে যোগদান করতে পারেন।