জস বাটলার

আধুনিক কুড়ি-বিশের ক্রিকেটে ভয়ঙ্করতম ব্যাটার বললেই যে কয়েকজনের নাম মনে আসে তাদের মধ্যে অন্যতম জস বাটলার (Jos Buttler)। চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দলে থাকলেও মাঠে নামেন নি। কিন্তু তার ক্ষমতায় যে বিন্ধুমাত্র মরচে ধরে নি তা তিনি বুঝিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরা হয়ে। তার ৪১ বলে ঝোড়ো ৬৫ ইংল্যান্ডকে দ্বিতীয় টি-২০ তে জয় এনে দেয়। নিজেদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তিনি চাইবেন “জস দ্য বস” হয়ে উঠতে।
ওপরের পাঁচজন ছাড়াও দলগুলিতে রয়েছেন আরও অনেক ক্রিকেটার যারা নিজেদের দিনে হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার।ব্যক্তিগত নৈপুন্য আর দলগত সংহতি মিশেলে যে দল শুরু থেকে শেষ অব্দি খেলবে কাপ উঠবে তাদেরই হাতে। কোন দল শেষমেশ বাজিমাত করে জানতে আমাদের নজর থাকবে টিভির পর্দায়, স্মার্টফোনের স্ক্রিনে।