সূর্যকুমার যাদব

ভারতের নিজস্ব মিস্টার ৩৬০, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টি-২০ দলের অটমেটিক চয়েজ। সূর্যের তেজে বোলারেরা রীতিমত দিশাহারা। গড় ৪০.০৫,স্ট্রাইক রেট প্রায় ১৮৫, সূর্যের রুদ্ররূপে গটা ক্রিকেটবিশ্ব মোহিত। ২৩ টি-২০ তে ৬ টি অর্ধশতক ও একটি শতরান সহ সূর্যের মোট রান ৮০১। রান তাড়া করার সময় তার গড় ছুঁইয়ে ফেলে ৫৩.১৪। যা ভারতিয় সমর্থকদের অবশ্যই স্বস্তি দেবে। এই বছরেই রিজওয়ানের রেকর্ড ভেঙে এক বছরে ৫০ টি ছয় মারার বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন স্কাই। বিশ্বকাপে এই সংখ্যাটা যে আরও খানিক তিনি বাড়িয়ে নিতে চাইবেন তা নিশ্চিত।