T20 World Cup 2022: ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ। মূলপর্বে খেলবে ১২ টি দল। আইসিসি ক্রমতালিকার প্রথম আটটি দল আগেই যোগ্যতা অর্জন করে থাকলেও, যোগ্যতা নির্ধারক ম্যাচ খেলে জায়গা করে নিতে হবে আরো চারটি দলকে। হাড্ডাহাড্ডি ম্যাচে আমাদের নজর থাকবে খেলোয়াড়দের দিকে।ক্রিকেট দলগত খেলা হলেও ব্যক্তিগত নৈপুণ্যে কঠিন ম্যাচ জেতাতে সক্ষম এমন কয়েকজনকে দরকার হয় প্রত্যেকটি দলের। নীচে রইলো সেরম পাঁচজন খেলোয়াড়ের তালিকা যারা নিজেদের দিনে একাই কঠিন পরীক্ষা পাস করিয়ে দলকে জয় এনে দিতে সক্ষম।
মহম্মদ রিজওয়ান

বর্তমানে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে অবস্থান করা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠেছেন।পাকিস্তানের জার্সি গায়ে রিজওয়ান ৭৩ টি আন্তর্জাতিক টি-২০ তে ৫২.৩৪ গড় সহ করেছেন ২৪৬০ রান। শতরান একটি, অর্ধশতক ২২ টি।২০২২ ক্যালেন্ডার ইয়ারেও রিজওয়ানের ব্যাট থামার নাম নিচ্ছে না। এই বছরে এশিয়া কাপ এবং আন্তর্জাতিক টি-২০ তে সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ানের থেকে ক্রিকেটজনতা বিশ্বকাপের মঞ্চেও রান আশা করে থাকবে।