৪. প্যাট কামিন্স ( কলকাতা নাইট রাইডার্স )
নতুন – এবং পুরানো সব ধরনের বলের ক্ষেত্রে সমান কার্যকর ভূমিকা পালন করতে পারেন প্যাট কামিন্স।
বছর ২৭’ এর এই পেসার এবছর আইপিএলে রেকর্ড ১৫.৫ কোটি টাকার বিনিময়ে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে।মিডিয়াম পেসার এই বোলার সবদিকে বল সুইং করতে পারে।
ব্যাটসম্যানদের লেগ – কাটার এবং আচমকা স্লোয়ারে সমস্যায় ফেলতে পারে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের।সিমিং উইকেটেও তার দাপট দর্শনীয়।