পাঁচ বোলার যাদের মাথায় উঠতে পারে ২০২০' এর আইপিএলে'র " পার্পল ক‍্যাপ " 1
৫. লাসিথ মালিঙ্গা ( মুম্বাই ইন্ডিয়ান্স )পাঁচ বোলার যাদের মাথায় উঠতে পারে ২০২০' এর আইপিএলে'র " পার্পল ক‍্যাপ " 2

ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন লাসিথ মালিঙ্গা। বছর ৩৫ ‘ এর এই শ্রীলঙ্কার পেসার তার এক্সপেরিয়েন্স সমৃদ্ধ বোলিংয়ের মধ্যে দিয়ে মুম্বাইয়ের হয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে।টি টোয়েন্টি ক্রিকেটে নিজের দেশ এবং যেকোনো দলের হয়ে এখনও যেকোনো দলকে ফেলে দিতে পারে চ‍্যালেন্জের মুখে।

শ্রীলঙ্কার এই পেসার তার বৈচিত্র্যময় বোলিং পারফরম্যান্সের মধ্যে দিয়ে যেকোনও ব‍্যাটসম‍্যান কে সমস্যায় ফেলতে।পেসের পাশাপাশি সুইং – বাউন্সারে তার বোলিং ডেথ – ওভারে দলকে এনে দিতে পারে নির্ভরতা।পাশাপাশি তার দলে থাকায় লাভ হবে দলের অন‍্যান‍্য বোলারদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *