পাঁচ বোলার যাদের মাথায় উঠতে পারে ২০২০' এর আইপিএলে'র " পার্পল ক‍্যাপ " 1

মাঝি আর কয়দিন, এরপর শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট। ক্রিকেট এবং তার সাথে বিনোদনে ভরপুর এই কুড়ি বিশের টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা লক্ষ‍্য করা যায় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মধ্যে।

শুধুমাত্র বিনোদন নয় ,এর পাশাপাশি প্রতিভা অন্বেষণে এই ক্রিকেট টুর্নামেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।ভারত এবং বিদেশের একাধিক ক্রিকেটররা নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে পরবর্তী সময়ে নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে নিয়েছে।তাই এবারও যে এর তারতম্য ঘটবে না এমনটা আশা করা যেতেই পারে।

পাঁচ বোলার যাদের মাথায় উঠতে পারে ২০২০' এর আইপিএলে'র " পার্পল ক‍্যাপ " 2

শুধু বিস্ফোরক ব‍্যাটিং’ ই নয় , এর পাশাপাশি দুরন্ত সব বোলিং পারফরম্যান্স নজর লক্ষ‍্য করা যায় প্রতি বছর।আজ এমনই পাঁচ বোলারদের নিয়ে আলোচনা করতে চলেছি এখানে, যাদের পক্ষে সম্ভব ২০২০’ এর আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে ” পার্পল ক‍্যাপ ” মাথায় পড়ার সম্ভাবনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *