আইপিএল এর নিলামে ফ্র্যাঞ্চাইজির কর্তারা সর্বদাই অপেক্ষায় থাকেন, কত কম অর্থে ভালো খেলোয়াড়কে তারা পেতে পারে। অনেক সময়ই এমন হয়, প্রচুর অর্থ খরচ করে কোনও খেলোয়াড়কে নিলে সেই খেলোয়াড় একেবারেই পারফর্ম করতে পারে না। কিন্তু এদিকে একাধিক খেলোয়াড় থাকে, যাদের কম অর্থে তুলে নেওয়া হলেও দেখা যায়, সেই খেলোয়াড়টিই তাদের দলের মূল শক্তি হয়ে গেল। আর এবারের আইপিএল এ এমনটাই হয়েছে। এর মধ্যে পাঁচ এমন খেলোয়াড়কে আমরা দেখে নেব, যারা এত দুর্ধর্ষ পারফর্ম করলেও তাদের বেতন অনেকটাই কম।
১. রবি বিষ্ণোই
এবারের আইপিএল এ বেশ মিশ্র পারফর্মেন্স করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের বোলিং নিয়ে বেশ সমালোচনার বিষয় উঠে এসেছে। কিন্তু এই দলের বোলিংয়ে একেবারে উজ্জ্বল নক্ষত্রের মত উঠে এসেছেন তরুণ লেগস্পিনার রবি বিষ্ণোই। নিজের প্রথম আইপিএল এ ১২টি উইকেট নিয়েছেন বিষ্ণোই। কিন্তু এবারের নিলামে তার দর উঠেছিল স্রেফ দুই কোটি টাকা। সুতরাং, কম খরচে কার্যত হীরে পেয়ে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
২. আব্দুল সামাদ
জম্মু কাশ্মীরের এই তরুণ অলরাউন্ডারকে এবারের নিলামে মাত্র ২০ লক্ষ টাকায় তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। এবারের আইপিএল এ ১৭০ এর স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সামাদ, যার মধ্যে কাগিসো রাবাডা, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মত তারকা পেসারদের ছয় মেরেছেন তিনি।
৩. দীপক হুডা
এবারের আইপিএল এ খুব বেশি সুযোগ না পেলেও শেষের দিকে যে সুযোগ পেয়েছেন, দু হাত ভরে লুফেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। ৫০ লক্ষ টাকায় পাওয়া এই ক্রিকেটার মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন, কিন্তু তার মধ্যে মাত্র একটিতে তিনি আউট হয়েছেন। এবং ৪২ এর স্ট্রাইক রেটে ১০১ এর দুর্ধর্ষ গড়ে ব্যাটিং করেছেন হুডা।
৪. মার্কাস স্টোইনিস
বিদেশীদের দর সাধারণত অনেকটাই বেশি ওঠে দেশীদের তুলনায়। কিন্তু অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে পেতে খুব একটা খরচ করতে হয়নি দিল্লি ক্যাপিটালসকে। মাত্র ৪.৮ কোটি টাকায় আসা এই খেলোয়াড় এবারের দিল্লি দলের অন্যতম চালিকা শক্তি হিসেবে উঠে এসেছেন। ব্যাট হাতে ১৪৮ এর স্ট্রাইক রেটে ৩৫২ রান করেছেন স্টোইনিস। পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন তিনি, এবারের আইপিএল এ ১৩টি উইকেট রয়েছে স্টোইনিসের নামে।
৫. বরুণ চক্রবর্তী
ভারতীয়দের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা বেশি দাম হলেও যে পারফর্মেন্স দেখিয়েছেন এই মিস্ট্রি স্পিনার, তাতে এই মূল্য অনেকটাই কম। এবারের আইপিএল এ চার কোটি টাকায় বরুণ চক্রবর্তীকে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন বল হাতে। মাত্র ৬.৮৪ ইকোনমি রেটে ১৭টি উইকেট নিয়েছেন এই মিস্ট্রি স্পিনার।