ঋতুরাজ গায়কোয়ার্ড
এই তালিকায় আবারো নাম ঋতুরাজ গায়কোয়ার্ড এর। তরুণ এই ডানহাতি ভারতীয় ব্যাটসম্যান নিজের অসাধারণ ব্যাটিং দেখিয়ে সারা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছেন। এই বছর তিনি যেমন তার ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছেন ঠিক তেমনি ২৩টি ছয় মেরে খবরের শিরোনামে উঠে এসেছেন। এর থেকেও বড়ো ব্যাপার হলো এই বছর আইপিএল এর সব থেকে বড়ো ছয় টি তিনি মেরেছেন যার দুরুত্ব হলো ১০৮ মিটার।