বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ১০ ওভার‌ও খেলতে পারল না ভারত-অস্ট্রেলিয়া !! 1

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দল ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়। নতুন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) রীতিমতো হতাশ করেছিলেন। এরপর আজ থেকে ব্লু ব্রিগেডরা অজিদের (India vs Australia T20 Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করল। আগামী বছর আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় ২০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মিচেল মার্শদের (Mitchell Marsh) বিপক্ষে আজ প্রথম ম্যাচেই তিনি একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছিলেন। কিন্তু বৃষ্টির কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কোন ফলাফল ছাড়াই শেষ হল।

Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেল তারকা অলরাউন্ডার, বড় ধাক্কা ভারতীয় দলে !!

টস জয় করে অস্ট্রেলিয়া-

বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ১০ ওভার‌ও খেলতে পারল না ভারত-অস্ট্রেলিয়া !! 2
IND vs AUS | Image: Getty Images

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এশিয়া কাপে (Asia Cup 2025) সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি দল চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আজ মাঠে নামে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। ভারতের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল‌ (Shubman Gill)। তারা দুজন ২৩ বলে ৩৫ রানের পার্টনারশিপ গড়েন। অভিষেক ১৪ বলে ১৯ রান সংগ্রহ করে আউট হয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার।

এই তরুণ তারকা নাথান এলিসের (Nathan ElIis) করা বলে টিম ডেভিডকে (Tim David) ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এরপর শুভমান গিল এবং সূর্যকুমার যাদব স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। গিল এশিয়া কাপে ব্যাট হাতে সেইভাবে ছন্দে ছিলেন না। আজ তাকে প্রথম থেকেই ধৈর্যের সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। উল্লেখ্য তিনি বর্তমানে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ-

বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ১০ ওভার‌ও খেলতে পারল না ভারত-অস্ট্রেলিয়া !! 3
IND vs AUS | Image: Getty Images

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মানুকা ওভালে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর। এর আগে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলেছিল। সেই ওডিআই ম্যাচটি ২৬ ওভারে কমিয়ে আনা হয়েছিল। আজ প্রথম ইনিংসে ভারতীয় দল যখন ব্যাটিং করছিল পঞ্চম তম ওভারের শেষে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষন ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়।

এরপর শুরু হলে ১৮ ওভারে ম্যাচটি কমিয়ে আনা হয়েছিল। কিন্তু ৯.৪ ওভারে আবার বৃষ্টি শুরু হলে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অতিরিক্ত বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। ভারতের হয়ে শুভমান গিল ২০ বলে অপরাজিত ৩৭ রানে এবং সূর্যকুমার যাদব ২৪ বলে অপরাজিত ৩৯ রানে ব্যাটিং করছিলেন। গিল তার ইনিংসে ৪ টি চার এবং একটি ছক্কা হাঁকান। সূর্যকুমার মারেন ৩ টি চার এবং ২ টি ছয়।

Read Also: শুধু ভেঙ্কটেশ আইয়ার নয়, আন্দ্রে রাসেলকেও দল ছাড়া করছে KKR, নিলামের আগেই নিল চরম সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *