লখনউ-মুম্বই ম্যাচের মধ্যেই আগুনে ঝলছে গেল একানা স্টেডিয়ামের একাংশ, আতঙ্কিত সমর্থকরা !! 1

IPL 2025: আজ আইপিএলের ১৬তম ম্যাচটি লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে লখনউ বনাম মুম্বইয়ের মুখোমুখি হয়েছে। দুই দল এই মৌসুমে প্রথমবার মুখোমুখি হয়েছে। আজ ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের বাইরে হঠাৎ করেই আগুন লেগে যায় যা দেখে সমর্থকদের মধ্যে রিতিমতন একটি উৎশৃঙ্খলা তৈরি হয়। যদিও খেলার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ম্যাচ শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে, সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লেগেছিল স্টেডিয়ামের বাইরে। যদিও সেই সময়ের মধ্যে সমর্থকরা স্টেডিয়ামের ভিতর ঢুকতে শুরু করে দিয়েছিলেন। আগুন এবং ধোয়া দেখে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণে বাঁচতে অনেকেই ছোটাছুটি শুরু করে করে দিয়েছিলেন। লখনৌ পুলিশ তাঁদের নিয়ন্ত্রণ করেন।

Read More: IPL 2025: “অকর্মের ঢেকি একটা…” মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পান্থের কঠিন ক্লাস নিচ্ছেন ভক্তরা !!

মুম্বইয়ের সামনে বড় লক্ষমাত্রা রাখলো লখনৌ

Ipl 2025
Aiden Markram and Nicholas Pooran | Image: Getty Images

যদিও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছিল দমকল। অল্প সময়ের মধ্যে সেই আগুন তারা  নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। দমকলের এক কর্তা জানিয়েছেন সমর্থকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত করা হবে এবং তার কারণ খুঁজে বার করা হবে।

আজকের খেলার কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে ব্যাটিং করতে এসে মুম্বইয়ের বোলিং লাইন আপের বিরুদ্ধে ২০৩ রান বানিয়ে ফেলে লখনৌ দল। লখনৌয়ের হয়ে সর্বাধিক ৬০ রানের ইনিংস খেলেন মিচেল মার্স (Mitchell Marsh)। তাছাড়া, ৫৩ রান বানান এইডেন মার্করাম (Aiden Markram)। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৫ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। আজকের ম্যাচে চোটের কারণে বাইরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), হিটম্যানকে ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স কি এত বড় রান তাড়া করতে পারবে তা সময়ই বলবে।

Read Also: IPL 2025 CSK vs DC Dream 11 Prediction: ঘরের মাঠে দিল্লীর বিরুদ্ধে নামছে চেন্নাই, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য দেখুন এক নজরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *