সমস্যা যেন পিছু ছাড়ছে না প্রাক্তন বাংলাদেশী অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। এবার খুনের মামলায় জড়িয়ে গেলেন কিংবদন্তি খেলোয়াড়। ঢাকায় আদাবর থানায় তার নামে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামক এক ব্যাক্তি। গত ৫ আগস্ট বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন রফিকুল ইসলামের সন্তান মোহাম্মদ রুবেল। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার।
শাকিবের নামে উঠলো বড় অভিযোগ
সূত্রের খবর অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের উপর নির্বিচারে গুলিচালনা করা হয় আর সেখানেই মৃত্যু হয় অনেকেরই। তাদের মধ্যে একজন মোহাম্মদ রুবেল। এরপর, একাধিক নেতা নেত্রী সহ শাকিবের নামে মামলা দায়ের করেছেন রুবেলের পিতা রফিকুল। এরই মধ্যে শাকিবকে আইনি নোটিশও পাঠানো হয়েছে, এই হত্যা মামলায় জড়িত থাকার কারণে তাকে বাংলাদেশ দল থেকে বহিষ্কার করার দাবি উঠেছে। কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশ জুড়ে যে আন্দোলন চলছে, তার প্রভাবে নিজেকে দেশ থেকে দূরেই রেখেছিলেন শাকিব (Shakib Al Hasan)। মার্কিন যুক্তরাষ্ট্রে দিন কাটাচ্ছিলেন প্রাক্তন বাংলাদেশী অধিনায়ক।
চলতি সময়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ, দুই টেস্টের পর তাদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলতে হবে। তবে এরই মাঝে শাকিবের নামে উঠে আসলো বড় দুঃসংবাদ। শাকিব শুধু একজন ক্রিকেটার নন, আওয়ামী লিগের নির্বাচিত সাংসদও তিনি। ফলে দিনেরপর দিন শাকিবকে নিয়ে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। শাকিবের নামে মামলা দায়ের করার পর তাকে দল থেকে বাদ পড়তে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের উপর ফৌজাদারী মামলা চললে তিনি খেলা চালিয়ে যেতে পারেননা। তাই শাকিবের দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সুপ্রিম কোর্টের একজন বর্ষীয়ান আইনজীবী সজিব মাহমুদ আলম ও রফিনুর রহমান, হত্যা কান্ডের মামলায় জড়িয়ে থাকার জন্য শাকিবকে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।