এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের মরশুমে টিম ইন্ডিয়ার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। তবে এশিয়া কাপ নিয়ে এখনও পর্যন্ত রয়েছে ঘোর জল্পনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) পাকিস্তানে ভারতীয় দলকে পাঠাবে না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছেই একটাই উপায় ছিল সেটি ছিল পাকিস্তানের বাইরে এশিয়া কাপের আয়োজন করা কিংবা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টের আয়োজন করার। হাইব্রিড মডেলের অনুকরণে আগামী, ৩০ আগস্ট থেকে এশিয়া কাপের টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এশিয়া কাপে, প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে, এরপর বাঁকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াড নিয়ে উঠছে প্রশ্ন।
Read More: Asia Cup 2023: শেষ মহুর্তের বড় আপডেট, এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ছেন বিরাট কোহলি !!
অশ্বিনকে সামিল করা হলো এশিয়া কাপের স্কোয়াডে
মূলত এশিয়া কাপের জন্য ইতিমধ্যে ভারতীয় দলের ১৭ জনকে বেছে নেওয়া হয়েছে। আর এই ১৭ জনের মধ্যেই বেছে বেছে নেওয়া হবে মূল দলকে। আর এই দলেই সূযোগ পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। যেহেতু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে খেলা, পাশাপাশি এবছরেই ভারতের মাটিতে বিশ্বকাপের দিকে নজর রেখে অশ্বিনকে দলে সুযোগ দিতে চাইছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ভারতের মাটিতে অশ্বিন খুবই ভয়ঙ্কর একজন বলার। সূত্রের খব অনুযায়ী টিম ম্যানেজমেন্ট অশ্বিনের উপর নজর রাখছেন এশিয়া কাপে খেলানোর জন্য। পাশাপাশি, দলের ওপেনার হিসাবে বেছে নেওয়া হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলকে। ব্যাকআপ কিপার ও ওপেনার হিসাবে দলে সুযোগ করে নিয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। ৩ নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)।
আইয়ারের জায়গা পাওয়া নিয়ে অনিশ্চত
মিডিল অর্ডার সামলাতে দেখা যাবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কেএল রাহুল (KL Rahul) যিনি দলের হয়ে উইকেটকিপিং করবেন। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং ও অলরাউন্ডার হিসাবে দলে দেখা যাবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) দেওয়া হয়েছে দায়িত্ব। পাশাপাশি, ফাস্ট বোলারদের দায়িত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূত্রের খবর অনুযায়ী বুমরাহই হবেন দলের ভাইস ক্যাপ্টেন। বুমরাহের সহযোগী হিসেবে শার্দূল ঠাকুর (Shardul Thakur), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজকে দলের দেখা যাবে। স্পিন বিভাগ সামলাতে দেখা যাবে কুলদীপ যাদব (Kuldeep Yadav), জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বা রবিচন্দ্রন অশ্বিনকে। এছাড়া মিডিল অর্ডারে দেখা যাবে চমক তরুণ তিলক ভার্মা (Tilak Varma) দেখা যাবে জাতীয় দলে। পাশাপাশি ফর্মের বাইরে থাকা সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) বাছাই করা হবে দলের ফিনিশার হিসাবে।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড (সম্ভাব্যরূপ)
রোহিত শর্মা (C), শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, তিলক ভার্মা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব।