সেলিব্রেটি জুটি হিসেবে গত কয়েকদিন ধরে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং পলাশ মুচ্ছল (Palash Muchhal) আলোচনার শিরোনামে রয়েছেন। তাদের বিবাহ অনুষ্ঠান নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল। এই বছর মহিলা বিশ্বকাপ জয়ী দলের একাধিক সদস্য প্রাক বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। গত রবিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার দিনক্ষণ থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে।
প্রথমে স্মৃতি মান্ধানার বাবা হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরই বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয় বলে খবর সামনে আসে। অন্যদিকে হবু বরের অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে বর্তমানে জল্পনা তৈরি হয়েছে। পলাশ মুচ্ছলের কিছু বিতর্কিত চ্যাটের স্ক্রিনশট সামনে উঠেছে। এবার সেই মহিলার আসল পরিচয় সামনে উঠে এল।
Read More: “যেন সার্কাস চলেছে..”, ভারতের ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!
স্থগিত হয়ে গেল বিয়ে-

সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও। কিন্তু এক লহমায় দুই পরিবারে নেমে আসে অন্ধকার ছায়া। বিয়ের দিন দুপুরে বুকে ব্যাথা অনুভব করেন ভারতীয় তারকা ক্রিকেটারের বাবা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে রয়েছেন।
এর সঙ্গেই হবু বর পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর সামনে আসে। ফলে বর্তমানে বিয়েটি স্থগিত হয়ে গেছে। অন্যদিকে এই পরিস্থিতিতে স্মৃতি মান্ধানা নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের সমস্ত ছবি এবং ভিডিও মুছে দেওয়ায় ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়। এমনকি বিয়েতি উপস্থিত জেমিমাহ রড্রিগেজ (Jemimah Rodrigues), শ্রেয়াঙ্কা পাটিলকেও (Shreyanka Patil) অনুষ্ঠানের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিতে দেখা যায়।
ঘটনার পিছনে এই রহস্যময়ী-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বেশ কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। এই ভাইরাল চ্যাটে দেখা যায় একসঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করছেন তারা। এমনকি স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে খুশি নন বলেও জানাচ্ছেন। এরপরই স্বিয়ের স্থগিতের পিছনে এক অন্য দিক প্রকাশিত হয়।
সূত্র অনুযায়ী ভারতীয় এই তারকা ক্রিকেটারের বান্ধবী মেরি ডি’কস্টার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন পলাশ। স্মৃতির দীর্ঘদিনের বন্ধু মেরি ডি’কস্টা পেশায় একজন কোরিওগ্রাফার। সবচেয়ে চাঞ্চল্যকর খবর ভাইরাল হয়েছে যে বিয়ের আগের রাতে নাকি পলাশ এবং মেরিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। এর মধ্যেই ডি’কস্টা নিজের ইনস্টাগ্রাম থেকে সমস্ত ফটো ভিডিও ডিলিট করে দিয়েছেন। ফলে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে।