বিশ্ব জুড়ে বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা অনেক তারকাকেই পিছনে ফেলেছে। তিনি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন বলাই যায়। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন কিং কোহলি। অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ফর্মে থাকার পর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজেও জ্বলে উঠেছেন এই তারকা। রবিবার রাঁচির মাটিতে দুরন্ত শতরান হাঁকিয়ে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছিলেন। এই শতরানে এবার এক মহিলা ভক্তের ভাগ্য বদলে গেল। চর্চায় উঠে এলেন এই মহিলা।
Read More: ‘গন্ডারের চামড়া দরকার..’, গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহির খান !!
বিরাটের দুরন্ত শতরান-

বিরাট কোহলি ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত ভারতীয় দলে থাকবেন কিনা তা নিয়ে নির্বাচকরা দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছেন। কিন্তু ৩৭ বছর বয়সে বারবার নিজেকে প্রমাণ করছেন এই তারকা। অস্ট্রেলিয়ার (Indi vs Australia Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নেমে নিজের ক্লাস চেনালেন। প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma) এবং পরে কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
একের পর এক তার দৃষ্টিনন্দন শট রীতিমতো ভক্তদের মন জয় করে নিয়েছিল। এর সঙ্গেই ১০২ বলে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫২ তম শতরান পূরণ করে সমালোচকদের জবাব দেন। শেষ পর্যন্ত ১৩৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৭ টি ছয়। এই রানে ভর করে ভারত শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজে এগিয়ে যায়। ম্যাচ শেষে সবসময় তিনি ১২০ শতাংশ দেন ফলে জানিয়েছেন।
ভাইরাল হল রহস্যময়ী ভক্ত-

রবিবার রাঁচিতে দুরন্ত শতরান করার পর সেলিব্রেশনে মেতে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। তাকে কুর্নিশ জানাতে উঠে দাঁড়ান সতীর্থ থেকে কোচিং স্টাফরা। এই সময় হঠাৎ করেই পর্দায় এক লাস্যময়ী মহিলা দর্শকের ছবি ভেসে ওঠে। এই মহিলা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলোচনা উঠে আসেন। খোঁজখবর চালানোর পর তার আসল পরিচয় এবার সামনে উঠে এল। এই বিরাট ভক্তের নাম হল রিয়া বর্মা (Riya Verma)। তিনি আসলে ক্রিকেট অনুরাগী নন।
শুধুমাত্র কোহলিকে দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলে খবর সামনে এসেছে। এর আগে আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) ম্যাচেও তাকে দেখা গিয়েছিল। কোহলির এই মহিলা ভক্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার। তার ইনস্টাগ্রাম ফলোয়ার ২.৫ মিলিয়ন। গতকালের ঘটনার পর রিয়ার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিং কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরান করার সময় এক ভক্ত মাঠে প্রবেশ করে পা জড়িয়ে ধরেছিলেন। সেই ঘটনাও বর্তমানে চর্চায় রয়েছে।