মুস্তাফিজুরের বদলি পেল KKR, নাইটদের জার্সিতে IPL মাতাবেন এই তারকা !! 1

ফেব্রুয়ারি মাসের শুরু থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মহাযুদ্ধ শুরু হতে চলেছে। তার আগে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) এই বছর আইপিএল (IPL 2026) থেকে বাদ দেওয়ার পর বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হয়। কলকাতা নাইট রাইডার্স (KKR) এই তারকা পেসারকে দল থেকে ছেড়ে দিয়ে কিছুটা বিপাকে পড়েছে। ফলে এর মধ্যেই এবার বিকল্প ক্রিকেটারের জন্য মাঠে নেমে পড়েছে তারা। এই তারকা পেসার দলে আসতে চলেছেন বলে খবর সামনে এল।

Read More: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!

KKR থেকে বাদ মুস্তাফিজুর-

Kkr ipl, মুস্তাফিজুর রহমান
Mustafizur Rahman | Image: Getty Images

এই বছর আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স একাধিক চমক দেয়। ক্যামেরন গ্রিনের (Cameron Green) মতো তারকা অলরাউন্ডারকে দলে নেয় ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে। এছাড়াও শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) ১৮ কোটি টাকার বিনিময়ে দলে তুলে নেয় তারা। তবে মুস্তাফিজুর রহমানকে নিলামে দলে নেওয়ায় সমস্যার মুখে পড়ে নাইট বাহিনী। এই তারকা পেসারের দাম উঠেছিল ৯ কোটি ২০ লক্ষ টাকায়।

এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দাম। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অস্থিরতার মধ্যে রয়েছে। প্রতিবেশী দেশে ক্রমবর্ধমান সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে। ভারত বিরোধী মন্তব্যে মুখরিত হচ্ছে এই দেশের বিভিন্ন মহল। এর‌ ফলে মুস্তাফিজুর রহমান নাইট বাহিনীতে আসায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন শাহরুখ খান‌ (Sharukh Khan)।

বদলি হিসেবে আসছেন এই তারকা-

মুস্তাফিজুরের বদলি পেল KKR, নাইটদের জার্সিতে IPL মাতাবেন এই তারকা !! 2
Fazalhaq Farooqi | Image: Getty Images

দেশের সমর্থকদের ভাবনাকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত বিসিসিআই (BCCI) মুস্তাফিজুর রহমানকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। এইরকম আন্তর্জাতিক ক্রিকেট মহলে বিতর্কের ঝড় ওঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে ক্রিকেটারদের পাঠাবে না। এর মধ্যেই বাংলাদেশি তারকা পেসারের পরিবর্ত খুঁজে পেল নাইট বাহিনী।

সূত্র অনুযায়ী আফগানিস্তানের তারকা ফজলক ফারুকী (Fazalhaq Farooqi) কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন। এই বাঁ-হাতি পেসার এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad), রাজস্থান রয়েলসের (Rajasthan Royals) মতো দলের সদস্য ছিলেন। তবে এই বছর মিনি নিলামে অবিক্রিত থেকে যান। তার ভিত্তি মূল্য ছিল ১ কোটি টাকা। উল্লেখ্য এখনও পর্যন্ত এই আফগান তারকা আইপিএলে ১২ ম্যাচে ৬ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫১ টি ম্যাচে ৬৩ টি উইকেট আছে।

Read Also: “শাহরুখের মতোই জেহাদি..”, বিতর্কিত ভিডিও পোস্ট করায় রিঙ্কু সিং’এর বিরুদ্ধে FIR দায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *