১. এবি ডেভিলিয়র্স
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান আর মিস্টার ৩৬০ ডিগ্রি নামে জনপ্রিয় এবি ডেভিলিয়র্স ক্রিকেট মাঠে বেশকিছু অদ্ভুত কৃতিত্ব দেখিয়েছেন। যে কারণে তাকে ক্রিকেটের সুপারম্যানও বলা হয়। এই খেলোয়াড়ের নামে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ৫০, ১০০ আর ১৫০ রান করার রেকর্ড রয়েছে। ২০১৫ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এবি মাত্র ৬৪ বলে ১৫০ রান করেছিলেন।
এই ইনিংসে এবি ডেভিলিয়র্স ১৭টি বাউন্ডারি আর ৮টি ছক্কা মেরেছিলেন। এই ম্যাচে মিস্টার ৩৬০ ডিগ্রি মোট ৬৬ বলে অপরাজিত থেকে ১৬২ রানের ইনিংস খেলেন। প্রসঙ্গত ডেভিলিয়র্স বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। সেই সঙ্গে তিনি কোনো রকম লীগ ক্রিকেট প্রতিযোগীতাতেও অংশগ্রহণ করেন না।