ODI ক্রিকেটে এই ৩ খেলোয়াড় করেছেন সবচেয়ে দ্রুতগতিতে ১৫০ রান, একজন তো ২বার দেখিয়েছেন কৃতিত্ব 1

২. জোস বাটলার

ODI ক্রিকেটে এই ৩ খেলোয়াড় করেছেন সবচেয়ে দ্রুতগতিতে ১৫০ রান, একজন তো ২বার দেখিয়েছেন কৃতিত্ব 2

ইংল্যাণ্ড ক্রিকেট দলের বিস্ফোরক ব্যাটসম্যান জোস বাটলার বেশ কিছুদিন ধরেই নিজের বিস্ফোরক মেজাজের ব্যাটিংয়ের কারণে ক্রিকেট বিশ্বে নিজের আলাদাই পরিচিতি তৈরি করেছেন। তা সে আন্তর্জাতিক ক্রিকেট হোক বা লীগ ক্রিকেট, এই ব্যাটসম্যানের রানের ঢেউ আটকানো প্রায় অসম্ভব হয়ে পরে। বাটলার সবচেয়ে দ্রুতগতির ১৫০ রান একবার নয় বরং দু দুবার করেছেন।

২০১৯ সালে বাটলার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৭৬ বলে ১৫০ রান করেছিলেন। এরপর তিনি সম্প্রতিই নেদারল্যান্ডের বিরুদ্ধে ৬৫ বলে ১৫০ রানের স্কোর করেন। বাটলারের এই ইনিংসের সৌজন্যেই ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ৪৯৮ রানের স্কোর খাড়া করেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *