বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬ (BPL 2026)-এর উদ্বোধনী দিনের আনন্দ মুহূর্তেই রূপ নিলো গভীর শোকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। তখন রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের ঘিরে ছিলেন দুই দলের কোচিং স্টাফরা। আর সেই পরিস্থিতিতে হঠাৎ করেই মাঠের মধ্যে লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালস ক্রিকেট দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। তবে, কিছুক্ষন বাদেই খবর আসে, মাহবুব আলী আর নেই! হাসপাতাল কতৃপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে নিশ্চিত করেছিল বলেই সূত্রের দাবি।
ঘটনাটি ঘটার কিছু সময়ের মধ্যেই, মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকা ক্যাপিটালস ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। মূলত, ঢাকা ক্যাপিটালস দলের সহকারী কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পেশালিস্ট পেস বোলিং কোচ ছিলেন মাহবুব আলী জাকির। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্রিকেট দুনিয়া। প্রসঙ্গত, মাঠের মধ্যে তিনি লুটিয়ে পাড়ার পর দ্রুত মেডিক্যাল টিম ছুটে আসে ও তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ক্রিকেট মাঠেই প্রাণ হারালেন মাহবুব আলী জাকির

এই মর্মান্তিক ঘটনায় পুরো স্টেডিয়ামে নেমে আসে নীরবতা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও দর্শকদের চোখেমুখে স্পষ্ট ছিল শোকের ছাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক শোকবার্তায় জানায়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের স্পেশালিস্ট পেস বোলিং কোচ এবং বিপিএল ২০২৬-এ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” বিসিবি তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
এদিন অবশ্য ম্যাচের কোনো ব্যঘাত ঘটেনি। ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরুতে ব্যাটিং করে রাজশাহী ৮ উইকেটে ১৩২ রান বানাতে সক্ষম হয়েছিল। ক্যাপ্টেন শান্ত ৩৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। জবাবে ৭ বল বাঁকি থাকতেই জয় তুলে নেয় ঢাকা। আব্দুল্লা আল মামুনের ব্যাট থেকে এসেছিল ৪৫ রান। এই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইমাদ ওয়াসিম।